সাপ্তাহিক রাশিফল

বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,

 বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত

আচার্য্য শিবু শাস্ত্রী

আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম

(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)

জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,

জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)

যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪

Email : acharyashibusastri@gmail.com

২১ ফেব্রুয়ারি – ২৭ ফেব্রুয়ারি ২০২১

মেষ – নতুন চাকরির খবর আসার সম্ভাবনা। আয় বৃদ্ধির যোগ। পারিবারিক অশান্তি, উত্তেজনা বৃদ্ধি। গৃহে চুরি যাওয়ার সম্ভাবানা।

বৃষ – কর্মে  মতবিরোধ। সংসারে আনন্দ সংবাদ লাভ। বুদ্ধির ভুলে অর্থ ক্ষতি। ঝামেলায় জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকবেন।

মিথুন – সঞ্চয় যোগ। দন্তপীড়ায় কষ্ট ভোগ। বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় শ্রীবৃদ্ধি যোগ। কর্মে  সুযোগ লাভ।

কর্কট – শারীরিক পীড়া ভোগ। গুরুজন বিয়োগের সম্ভাবনা। ঈর্ষান্বিত মনোভাব। কের্ম পদোন্নতি। স্ত্রী সঙ্গ লাভ।

সিংহ – কর্মে  বদলির সম্ভাবনা। দাম্পত্য সম্পর্কের  উন্নতি। ব্যবসায় বিঘ্ন যোগ। সন্তানের জন্য অস্থিরতা বৃদ্ধি পাবে।

কন্যা – কর্মে শুভ যোগ দেখা যায়। ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ। দাম্পত্য কলহ। সন্তানের জন্য উদ্বেগ।

তুলা – প্রতিবেশীর সঙ্গে শত্রুতা বৃদ্ধি পাবে। ক্রোধের বশে ক্ষতির সম্ভাবনা। অর্থ অপচয়ের সম্ভাবনা আছে।

বৃশ্চিক – ভোগের ইচ্ছা প্রবল হবে। আত্মীয় বিবাদের সম্ভাবনা। ব্যবসায় কর্মচারী বিষয়ে সমস্যা। যানবাহন হতে সাবধানে থাকুন। প্রতিভার পুরষ্কার স্বরূপ লাভযোগ দেখা যায়।

ধনু – বন্ধুর সহযোগীতা লাভ। চিত্তবিক্ষেপ যোগ। অযথা অর্থ ব্যয়। প্রণয়ানুরাগ দেখা যাবে। গুরজনের জন্য চিকিৎসায় ব্যয়।

মকর – পথ দুর্ঘটনা থেকে সতর্ক হন। দেহ পীড়া যোগ রয়েছে। দাম্পত্য কলহের অবসান। কর্ম ক্ষেত্রে পরিবর্তন যোগ রয়েছে।

কুম্ভ – মনে ক্রোধ বৃদ্ধি পাবে। সামান্য কারণে বিবাদ সৃষ্টি। অস্থিভঙ্গের সম্ভাবনা দেখা যায়। গৃহ পরিবর্তন যোগ রয়েছে। শুভ কর্মে  সম্মান লাভ।

মীন – প্রেমে আক্ষেপ। পত্নির সহিত মনোমালিন্য। কর্মে  অস্থিরতা বৃদ্ধি।  মানসিক শান্তি লাভ। তীর্থ ভ্রমণ যোগ। কীট দংশন হতে সাবধান।

Loading