শান্তি রায়চৌধুরী: অনেক কিছুই হল। এবার বোধহয় হয় সমস্যার সমাধান হতে চলেছে।  ইস্টবেঙ্গলের  সঙ্গে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট আর সম্পর্ক রাখতে চাইছে না। আর সেটাই বলা যেতে পারে এখন। সূত্রের খবর,  বিনা শর্তে ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইট ফিরিয়ে দিচ্ছে শ্রী সিমেন্ট! তারা আর নতুন করে চুক্তি করতে চাইছে না লাল-হলুদের সঙ্গে । জানা যাচ্ছে ,এই মর্মে একটা মেইল ইস্টবেঙ্গল পেয়েছে শ্রী সিমেন্টের কাছ থেকে। যার ফলে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা এখন চূড়ান্ত অনিশ্চিত হয়ে গেল।  ইস্টবেঙ্গলের সঙ্গে শ্রী সিমেন্ট যে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে তার আভাষ রবিবার ই  পাওয়া গিয়েছিল। আর এই খবরে ময়দান তোলপাড় হয়েছিল। এনিয়ে শুক্রবার ইস্ট বেঙ্গল ক্লাবে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু  চুক্তি মধ্যস্থতাকারীদের সঙ্গে ক্লাবের বৈঠকের পরেই কার্যকরী কমিটির বৈঠক স্থগিত হয়ে যায়। কথা ছিল পরবর্তী বৈঠক হবে সোমবার। কিন্তু বৈঠক বোধহয় আর হচ্ছে না। কারণ এখন জানা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের সঙ্গে শ্রী সিমেন্ট আর সম্পর্কে রাখতে চাইছে না! এখন দেখার কবে আসে সেই দিনটা।

Loading