নিজস্ব প্রতিনিধি – শেষকৃত্যের সময় গরিব মানুষের যদি অর্থ প্রতিবন্ধক হয় তার জন্য মুখ্যমন্ত্রী চালু করেছেন সমব্যথী প্রকল্প। শ্মশান হোক অথবা কবরস্থান শেষকৃত্যের সময় সরকারি অনুদান বাবদ ২০০০

টাকা মিলবে এই প্রকল্পে। কিন্তু সেই টাকা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘ সময় পেরিয়ে যায় বলে অভিযোগ উঠছিল বার বার। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বিষয়ে হস্তক্ষেপ করলেন রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। শুক্রবারে পঞ্চায়েত দপ্তর জারি করেছে নতুন নির্দেশ নামা। তাতে বলা হয়েছে মৃত্যুর পর আবেদন করার ২৪ ঘন্টার মধ্যেই এবার থেকে মিলবে সমব্যথী টাকা।

Loading