নিজস্ব প্রতিনিধি – বঙ্গে শীতের কাউন্টডাউন শুরু শুরু হয়ে গেল। তাপমাত্রার পারদ নামতে শুরু করছে। শুক্রবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে থাকবে। ইতিমধ্যেই উত্তর-পশ্চিম দিক থেকে রাজ্যে ঠান্ডা হাওয়া প্রবেশ করতে শুরু করেছে। রাত ও ভোরের দিকে ঠান্ডা আমেজ। বইছে শিরশিরানি হাওয়াও। যদিও বেলাতে কিছুটা গরম অনুভূত হচ্ছে। দার্জিলিংয়ে ৮ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমেছে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহ শেষে দার্জিলিংয়ের তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদার আবহাওয়া আরামদায়ক থাকবে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণের বেশিরভাগ জেলাতেই রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকায় বাড়বে শীতের আমেজ।

Loading