নিজস্ব প্রতিনিধি- লোকসভার দলনেতার পদ থেকে অধীর রঞ্জন চৌধুরিকে সরাল কংগ্রেস। সেই পদে নতুন করে দায়িত্ব দেওয়া হচ্ছে পাঞ্জাবের লুধিয়ানার সাংসদ রভনীত সিংহ বিট্টুকে। বৃহস্পতিবার এআইসিসি সূত্রে এমনটাই জানা গিয়েছে।
দলীয় সূত্রে খবর, বাজেট অধিবেশনের বাকিদিনগুলি অধীরের পরিবর্তে দায়িত্ব সামলাবেন রভনীত। সেবিষয়ে লোকসভার স্পিকার দপ্তরে চিঠি দিয়ে অনুমতি চেয়েছিল কংগ্রেস। সেই অনুরোধ মেনে নিয়েছে লোকসভা স্পিকার দপ্তর। বিশেষ সূত্রে খবর, আসন্ন বিধানসভা ভোট শেষ হওয়ার পর ফের একবার তাঁকে পুরোনে পদে ফিরিয়ে আনা হবে।
দলীয় সূত্রে খবর, বাংলায় বিধানসভা ভোটের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর রঞ্জনকে যথেষ্ট বেশি সময় দিতে হচ্ছে রাজ্যে। সেই কাজে যাতে কোনও সমস্যা না হয় তাই তাঁকে লোকসভার দলনেতার পদ থেকে অব্যাহতি দেওয়া হল।