শান্তি রায়চৌধুরী : সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচিত হয়েছিলেন রানাঘাটের রানু মণ্ডল। বলিউডেও তাকে নিয়ে হইচই পড়েছিল। এবার তার বায়োপিক তৈরি হচ্ছে। জেনে নিন তার চরিত্রে কে অভিনয় করছেন? এবার রানু মন্ডলের জীবন নিয়েই তৈরি হচ্ছে নতুন ছবি ‘মিস রানু মারিয়া’। ছবিটি পরিচালনা করবেন হৃষীকেশ মণ্ডল। হিন্দি ভাষায় নির্মিতব্য এই ছবিতে রানু মণ্ডলের চরিত্রে অভিনয় করছেন ঈশিকা দে।  বলিউডে ‘স্যাকরেড গেমস’, ‘লাল কাপ্তান’ ছবিতে অভিনয় করেছেন ইশিকা। এই ছবিতেই প্রথম মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি রানু মণ্ডলের লুক টেস্টে পরিচালককে চমকে দিয়েছেন ইশিকা। রানু মণ্ডলকে নিজের ভেতর ধারণ করতে নিরন্তর চেষ্টা করছেন ঈশিকা। রানু মন্ডল এর চরিত্রে অভিনয় নিয়ে বেশ আশাবাদী ঈশিকা। ঈশিকা বলেন, রানু মণ্ডলের জীবনের কাহিনির জন্যই আমি এই ছবিটি করতে রাজি হয়েছি। আগামী নভেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং। সব ঠিক থাকলে আগামী বছর মার্চ এপ্রিলে মুক্তি পেতে চলেছে এ ছবিটি। পরিচালক হৃষীকেশ মণ্ডল জানান, ‘জীবনের প্রথমদিকে একাধিক অনুষ্ঠানে গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন রানু। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কমেছে শোয়ের সংখ্যা। ক্রমশই দারিদ্রতা গ্রাস করেছে গায়িকাকে। তার পুরনো দিনের গল্পই উঠে আসবে এই বায়োপিকে।

Loading