নিজস্ব প্রতিনিধি – উপনির্বাচন শেষ হতে না হতেই বেজে গেল পুরভোটের দাদামা। উপনির্বাচনের রেকর্ড জয়ের পর এবার রাজ্যের নজর পুরভোট। রাজ্য চাইছে পুরভোট  বড়দিনের আগেই হোক। এই সময় রাজ্য চাইছে কলকাতা, হাওড়া, বিধাননগরে ভোট।  এ ব্যাপারে রাজ্য কমিশনকে জানিয়েছে। খুব সম্ভবত, কলকাতা-সহ তিন পুরসভায় ভোট নিয়ে  বিজ্ঞপ্তির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহেই। আর জানুয়ারিতে তিন দফায় হতে পারে বাকি ভোট। সামনের মাসেই  ফল ঘোষণা হয়ে যাবে?  যদি ১৯ ডিসেম্বর কলকাতা-সহ এই ৩ পুরসভায় ভোট হয় তাহলে ফলঘোষণা হতে পারে ২২ ডিসেম্বর।

 292 total views,  2 views today