নিজস্ব প্রতিনিধি – ঠান্ডা আমেজ দিয়ে শুরু হয়েছে সপ্তাহ। রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শীত ভাব অনুভূত হলেও রাজ্যে এখন ই শীত পড়ছে না। তবে কালীপুজো, ভাইফোঁটায় তাপমাত্রা কমবে। আগামী চারদিন রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গে সোমবার ও মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলায় আগামী কয়েকদিন মোটের ওপর শুষ্ক আবহাওয়াই থাকবে। দার্জিলিংয়ের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে নীচে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদার আবহাওয়া থাকবে আরামদায়ক। দক্ষিণবঙ্গে সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রা।
174 total views, 6 views today