নিজস্ব প্রতিনিধি – চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। রাতের দিকে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আর আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃ্ষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দপ্তরের খবর।