নিজস্ব প্রতিনিধি – করোনা পরিস্থিতিতে দীর্ঘ কুড়ি মাস বন্ধ থাকার পর আবার খুলছে রাজ্যের স্কুল কলেজ। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি । তাই এই পরিস্থিতিতে রাজ্য সরকার কিছু গাইড লাইন দিয়েছে।
**প্রতিদিনের ক্লাসের কিছু নিয়ম বেঁধে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদও । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোম থেকে শনি বার পর্যন্ত প্রতিদিন ক্লাস হবে ।নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে আসার সময় সকাল ৯:৩০। সকাল দশটা থেকে ক্লাস শুরু হবে ,চলবে দুপুর ৩:৩০ পর্যন্ত।
**দশম দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা আসবে সকাল ১০:৩০ এ।
ক্লাস শুরু হবে ১১টায়, চলবে বিকেল চারটে পর্যন্ত।
একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারবে ১৬ নভেম্বর পর্যন্ত।
**স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দপ্তরের গাইডলাইন অনুযায়ী ক্লাস নেয়া হবে সকালে ও দুপুরে।
**আপাতত স্কুলে কোন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না ।ক্লাসের প্রার্থনা হবে ক্লাসে, শিক্ষকের উপস্থিতিতে।
**হোস্টেলে পড়ুয়াদের মধ্যে আপৎকালীন পার্টিশন রাখতে হবে। আইসোলেশন এর রুম ব্যবস্থা রাখতে হবে।
**স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় কোন পড়ুয়া আংটি ,বালা, হার সহ কোন গয়না পরতে পারবেন না।
**গাইডলাইনে বলা হয়েছে, প্রত্যেক পড়ুয়াকে জলের বোতল আনতে হবে । টিফিন কারো সঙ্গে করা যাবে না। সেইসঙ্গে খাওয়া যাবেনা জাঙ্ক ফুড ও।