নিজস্ব প্রতিনিধি – রাজ্যে আরও নামল তাপমাত্রার পারদ। তবে আগামী ১৫ ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপামাত্রা ৭.৯ ডিগ্রির নীচে নেমেছে। পাহাড়ের তাপমাত্রা আগামীতে আরও কমতে পারে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়ার দাপটে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীত শীত ভাব বজায় থাকবে। তবে, আগামী সপ্তাহেই নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। রাজ্যের কোথাও কোথাও, বিশেষ করে, উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ মেঘলা হতে পারে। এরফলে তাপমাত্রা কিছুটা বাড়তে  পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

 364 total views,  2 views today