নিজস্ব প্রতিনিধি – **আবার রাতের শহরে শুরু নাকা চেকিং। হল ব্রিথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষাও। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, লাউডন স্ট্রিট, গড়িয়াহাট, পাটুলি। শহর জুড়ে চলল নাকা চেকিং ও ব্রিথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা। মূলত গাড়ির চালকরা মদ্যপ অবস্থায় আছে কি না, তা দেখার জন্যই এই  ব্রিথ অ্যানালাইজার পরীক্ষা। করোনা  সংক্রমণের কথা মাথায় রেখেই হচ্ছে এই পরীক্ষা।

** চলতি মাসের ২৫ তারিখের মধ্যে জবরদখলমুক্ত করতে হবে হাসপাতাল চত্বর। এই ধরণের নির্দেশিকা জারি করা হয়েছে। বেআইনি জবরদখল নিয়ে সম্প্রতি একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।

**অনলাইনে টিকিট শেষ। বিক্রি হচ্ছে না অফলাইনে। ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ শুরুর আগেই টিকিট ব্ল্যাক। ইডেনের সামনে টিকিট বিক্রি হচ্ছে তিন থেকে চার গুণ বেশি দামে । যদিও এই নিয়ে প্রতিক্রিয়া মেলেনি সিএবির।

Loading