নিজস্ব প্রতিনিধি – **করোনা আবহে কল্পতরু উৎসবে এবারও ভক্তশূন্য থাকবে কাশীপুর উদ্যানবাটি। ১-৩ জানুয়ারি উদ্যানবাটিতে সাধারণের প্রবেশ নিষেধ। তবে অনলাইনে দেখা কল্পতরু উৎসব।
**কলকাতা সহ দেশের সব মহানগরীতে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। আইওসিএল-এর ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪.৬৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা।
** প্রতীক্ষার অবসান হল। দার্জিলিং পাহাড়ে চালু হল প্রথম বিশ্ববিদ্যালয়। পাহাড়বাসী পেল দার্জিলিং হিল ইউনিভার্সিটি। খুশির হাওয়া পাহাড় জুড়ে।
**রাজ্যে ৪৯টি পিএসএ প্ল্যান্ট দ্রুত চালু করতে নির্দেশ জারি করল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব ওয়াই আর রাওয়ের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পিএসএ নির্মাণ সম্পূর্ণ ও পরিকাঠামো তৈরি আছে, সেখানে জরুরি ভিত্তিতে দ্রুত তা চালু করতে হবে।
**ডিসেম্বরে কি কলকাতা-হাওড়ায় পুরভোট হবে? কলকাতা হাইকোর্টে করা রাজ্য নির্বাচন কমিশনের মন্তব্যের জেরে এই এই জল্পনাই তৈরি হয়েছে। মঙ্গলবার আদালতে রাজ্য নির্বাচন কমিশন জানায়, পুরভোট নিয়ে মামলা এখনও বিচারাধীন। তাই এখনই পুরভোটের বিক্ষপ্তি জারি করা হচ্ছে না।
নিজস্ব প্রতিনিধি – **বিজেপির হাওড়া জেলা সদরের সম্পাদকের পদ থেকে এবার ইস্তফা বিমল প্রসাদের। গত সপ্তাহে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগে বিজেপি থেকে বহিষ্কৃত হন জেলা সদরের সভাপতি সুরজিৎ সাহা। এ ব্যাপারে তিনি সুরজিতকেই সমর্থন করেন বলেও জানিয়েছেন বিমল প্রসাদ।
**বাঁকুড়ার সোনামুখি কলেজে টিএমসিপির ব্লক সভাপতিকে ধাক্কা দিয়ে বের করে দিলেন টিএমসিপির সদস্যরাই! কলেজে যাওয়ার পরেই তাঁকে গো ব্যাক স্লোগান সংগঠনেরই একাংশ। বিষয়টি নেতৃত্বকে জানিয়েছি, মন্তব্য টিএমসিপির নেতার। এভাবেই তৃণমূল শেষ হয়ে যাবে, কটাক্ষ বিজেপির।
**ডিসেম্বরে কলকাতা-হাওড়ায় পুরভোটে অনিশ্চয়তা। মামলা চলাকালীন বিজ্ঞপ্তি নয়, হাইকোর্টে জানাল কমিশন। ২৪ নভেম্বর শুনানি।
**রাজ্যে চালু দুয়ারে রেশন। ২জন করে কর্মী নিয়োগ করতে পারবেন ডিলাররা। ১০ হাজার টাকা মাইনের অর্ধেক দেবে রাজ্য।
**রাজ্যে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ। দৈনিক মৃত্যুতে শীর্ষে কলকাতা। বড়দিন, নববর্ষের মতো উৎসবের সময় কড়াকড়ি নিয়ে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের।
**কলকাতার গুরুত্বপূর্ণ উড়ালপুলগুলির ভারবহনক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইচআরবিসি-র সঙ্গে কলকাতা পুলিশের
বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ভারবহনক্ষমতা পরীক্ষা করা হবে শহরের ৫ টি গুরুত্বপূর্ণ উড়ালপুলের। চলতি মাসের শেষের দিকে কাজ শুরু হবে।
দুয়ারে রেশনে প্রকল্প, তৈরি হলো নতুন কর্মসংস্থান, ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি – দুয়ারে রেশন প্রকল্প সূচনা হওয়ার সঙ্গে সঙ্গে তৈরি হলো নতুন কর্মসংস্থানের সুযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, রেশন প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন। এক্ষেত্রে একা রেশন ডিলারদের পক্ষে সবটা করা সম্ভব নয়। সেকারণে রেশন ডিলাররা ২ জন করে কর্মী নিয়োগ করতে পারবেন। অর্থাৎ রাজ্যে ২১ হাজার রেশন ডিলার ২ জন করে কর্মী নিয়োগ করতে পারবেন। তাঁদের ১০ হাজার টাকা বেতন দিতে হবে। সেই টাকার অর্ধেক দেবে রাজ্য সরকার। অর্ধেক রেশন ডিলারদের দিতে হবে বলে বলে প্রকাশ্যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।