নিজস্ব প্রতিনিধি – গত ১৯ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়ে কৃষকদের কাছে ক্ষমা চান। জানা গিয়েছে আগামী ২৪শে নভেম্বরই কৃষি বিল বাতিলে অনুমোদন দেবে মন্ত্রীসভা।
তবে ৩২টি কৃষক সংগঠেনের জোট ‘সংযুক্ত কিসান মোর্চা’ বলেছে, পার্লামেন্টে কৃষি আইন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে না নেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ২৯ নভেম্বর আন্দোলনের প্রকৃতি কিরুপ হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
সংযুক্ত কিসান মোর্চার কোর কমিটির সদস্য দর্শন পাল জানান, ‘‘তিন কালো আইন প্রত্যাহার ছাড়াও আমাদের আরো কিছু দাবি আছে। সরকারকে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি দিতে হবে, কেন্দ্র বিদ্যুৎ সংশোধনী আইন প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দিয়েছিলো তা কার্যকর করতে হবে এবং আন্দোলনকারী কৃষকদের ওপর থেকে যাবতীয় এফআইআর প্রত্যাহার এবং লখিমপুর খেরির সংঘর্ঘের সঙ্গে জড়িত কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রকে পদ থেকে বহিস্কার করতে হবে।”
228 total views, 2 views today