নিজস্ব প্রতিনিধি – কালচিনির সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “মিথ্যাবাদী”, “ব্যাঙাচি” বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নির্বাচনের নামে রাজ্যে সেনা বাহিনীদের দিয়ে রাজ্যের মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে বিজেপি। আমাদের প্রার্থী সুজাতা মণ্ডল, শওকত মোল্লাহাকে মেরেছে। আমাদের ৭জন কর্মী খুন হয়েছেন। আরও মানুষ খুন হয়েছেন। রাজ্যের হাত থেকে সব কেড়ে নিয়ে এভাবে রাজ্যের মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে নির্বাচমং কমিশন। আমি কমিশনের কাছে বলছি, আপনারা সেনা বাহিনীর কর্মীদের নিয়ন্ত্রিন করুন। পঞ্চায়েত নির্বাচনেও এরকম হয়নি, এখন যা হচ্ছে । ডোনাল্ড ট্রাম্প-এর থেকেও খারাপ এই মোদী।” এদিন মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানের উন্নয়নরের জন্য রাজ্য সরকার কী করেছে আর কেন্দ্র চা বাগানের শ্রমিকদের জন্য প্রতিশ্রুতি দিয়ে কী করে নি তার ব্যাখ্যা দেন। বলেন, “৬৭ টাকা চা বাগানের শ্রমিকদের মজুরি ছিল। আমি সেটা ২০২ টাকা করেছি। চা বাগানে শিক্ষা, স্বাস্থ্য, খাবার সব দিয়েছি। কেন্দ্রের মতো ফাঁকা প্রতিশ্রুতি দিই নি, কাজ করেছি। আবার যা বলে গেলাম ভোট জিতে আপনাদের কাছে এসে সেই কাজ করে দেব।” কালচিনির জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বললেন, “সবাইকে বলছি, জোড়া ফুলে ভোট দিন। আজ তিন জেলায় ৩১টি বিধানসভায় ভোট হচ্ছে। তৃণমূল জিতছে। বিজেপি হারছে। তাই বিজেপি গোলমাল পাকাচ্ছে। আমার নির্বাচন কমিশনের কাছে অনুরোধ, সেনা বাহিনীকে নিয়ন্ত্রণ করুন। জওয়ানরা খানাকুল, আরামবাগের প্রার্থীকে মেরেছে। মানুষকে ভয় দেখাচ্ছে, বলছে বিজেপিকে ভোট দাও। না হলে দেখে নেবো। কী দেখে নেবে? আমি মা, বোনেদের বলছি, এসব যেখানে হচ্ছে সেখানে সেনা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত যিনি আছে তাঁকে জানাও। সবাইকে মারছে , ভয় দেখাচ্ছে। এটা আমি বলছি না। সংবাদ মাধ্যম দেখাচ্ছে। সুজাতা মণ্ডলকে মাথায় মেরেছে, শওকত মোল্লাকে মেরেছে। আমি বলছি সবাই জোট বাঁধুন। আসাম, ভুটান থেকে গুণ্ডা যাতে ঢোকাতে না পারে সেটা করতে হবে। এর পরেও আমি বলছি গুণ্ডামি করে ভোটে যেটা যায় না। বুদ্ধি দিয়ে, মানবতা দিয়ে ভোট জিততে হয়। এখানে নাড্ডা সভা করেছিলেন। দেখেছেন লোক নেই। তাই কেন্দ্রীয় বাহিনীকে বলেছে রাজ্যের মানুষের ওপর অত্যাচার করতে। একটা কেন্দ্রীয় সরকার এভাবে দেশের গণতন্ত্রকে নষ্ট করছে। ট্রাম্প এমন করেননি। মোদী যা করছেন। বলছেন দিদি, দিদি, আমি বলি আসলে উনি একটা ব্যাঙাচি।”

সূএ:কলকাতা২৪×৭

Loading