নিজস্ব প্রতিনিধি – আজ  তারাপীঠে শক্তির আরাধনা। মায়ের আরাধনা হবে তন্ত্রমতে। ভোরে  স্নানের পর দেবীর শিলা ব্রহ্মময়ী দেবীর মূর্তিকে রাজবেশ পরানো হয়েছে। তারপর হয়েছে মঙ্গল আরতি। সাড়ম্বরে রীতি মেনে পুজো চর্চা চলছে। আজ দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে।এরপর দুপুরে মাকে ভোগ নিবেদন করা হবে। ভোগের শেষে ভৈরবকে স্নান করানো হবে ৮০ কেজি দুধ দিয়ে। এরপর সন্ধ্যায় হবে  সন্ধ্যারতি। রাতে রয়েছে বিশেষ নিশিপুজোর আয়োজনও। তবে পুজোর আয়োজন রয়েছে যথেষ্ট কড়াকড়ি। ভক্তদের মেনে চলতে হবে করোনা বিধির সব নিয়মকানুন।

Loading