নিজস্ব প্রতিনিধি – ভারতে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে ২৬ মাওবাদী নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।
পুলিশ সূ্ত্রে দাবি করা হয়েছে, গড়চিরৌলির মারদিনতলার কোরচি এলাকায় শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকে মাওবাদীদের সঙ্গে মহারাষ্ট্র পুলিশের বিশেষ ‘সি-৬০ কমান্ডো’র লড়াই শুরু হয়। দীর্ঘক্ষণ দু’পক্ষের গোলাগুলি চলে। এক মাও নেতার উপস্থিতির খবর পাওয়ার পরেই অভিযানে নামে ‘সি-৬০ কমান্ডো’।
গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল বলেছেন, ‘এখনও পর্যন্ত ২৬ জন মাওবাদীর মৃতদেহ আমরা উদ্ধার করতে পেরেছি। এখনও তল্লাশি অভিযান চলছে।’