নিজস্ব প্রতিনিধি – যারা টিকার একটি ডোজ ও নেন নি তারা এই পুরসভার পরিচালিত বাসে উঠতে পারবেন না। এমনই সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্রের থানে পৌরসভা। এর আগে তারা টিকা হীন পুরকর্মীদের বেতন ও আটকে দিয়েছিল।
শনিবার বাস সংক্রান্ত নির্দেশিকা জারি করেন থানের মেয়র নরেশ মহাঙ্কেকে। তিনি জানান,’নভেম্বর শেষে ১০০ শতাংশ টিকাকরণ এর লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। তার জন্য খোঁজতে হবে বিভিন্ন উপায়।
219 total views, 2 views today