নিজস্ব প্রতিনিধি – যারা টিকার একটি ডোজ ও নেন নি তারা এই পুরসভার পরিচালিত বাসে উঠতে পারবেন না। এমনই সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্রের  থানে পৌরসভা। এর আগে তারা টিকা হীন পুরকর্মীদের বেতন ও আটকে দিয়েছিল।

শনিবার বাস সংক্রান্ত নির্দেশিকা জারি করেন থানের মেয়র নরেশ মহাঙ্কেকে। তিনি জানান,’নভেম্বর শেষে ১০০ শতাংশ টিকাকরণ এর লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। তার জন্য খোঁজতে হবে বিভিন্ন উপায়।

 

Loading