নিজস্ব প্রতিনিধি – করোনা চিকিৎসায় মুখে খাওয়ার দুটি ওষুধ ব্যবহারের জন্য জরুরি ভিত্তিতে অনুমোদন দিতে যাচ্ছে ভারত। এর মধ্যে মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান মার্কের মলনুপিরাভির ট্যাবলেট শিগগিরই অনুমোদন পাবে। ভাবা হচ্ছে ফাইজারের প্যাক্সলোভিড ট্যাবলেটের কথাও। তবে সেটির অনুমোদন দিতে কিছুটা সময় লাগবে।

গত বুধবার সংবাদমাধ্যম এনডিটিভিকে এসব তথ্য জানিয়েছেন ভারতের কোভিড স্ট্র্যাটেজি গ্রুপ-সিএসআইআরের চেয়ারম্যান রাম বিশ্বকর্মা। এ মুহূর্তে করোনার ভয়াবহতা রোধে টিকাদানের ওপর জোর দেওয়া হচ্ছে। তবে আগামী দিনগুলোতে টিকার চেয়ে মুখে খাওয়ার ট্যাবলেট বেশি গুরুত্ব পাবে বলে মনে করছেন রাম বিশ্বকর্মা। তিনি জানান, মুখে খাওয়ার ট্যাবলেট পরিস্থিতি বদলে দেবে।

Loading