নিজস্ব প্রতিনিধি – রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এস–৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পাঁচটি ইউনিট কেনার জন্য ২০১৮ সালের অক্টোবরে ৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছিল ভারত। ২০১৮ সালে হওয়া এ চুক্তির পরে ২০১৯ সালে সালে রাশিয়াকে ৮০০ মিলিয়ন ডলার অর্থ দেয়। এরই মধ্যে ভারতকে এই মিসাইল সিস্টেম সরবরাহ শুরু করেছে রাশিয়া।

একজন সিনিয়র রুশ কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ভারতকে এস-৪০০ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম সরবরাহ শুরু করেছে। রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কো-অপারেশনের (এফএসএমটিসি) পরিচালক দিমিত্রি শুগায়েভ স্পুৎনিক নিউজকে বলেছেন, ‘ভারতকে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের সরবরাহ শুরু হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী সরবরাহ চলছে।

প্রসঙ্গত, এস-৪০০ হলো রাশিয়ার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এর মাধ্যমে ভূমি থেকে আকাশে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষকে ঘায়েল করা সম্ভব। এর আগে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনে মার্কিন নিষেধাজ্ঞায় পড়েছিল তুরস্ক। ভারতের সামনেও যে এমন আশঙ্কা অপেক্ষা করছে না, তাও বলা যায় না।

 

Loading