নিজস্ব প্রতিনিধি – মার্কিন সরকারের কাছে ভারতীয়দের জন্য ভ্যাকসিনের আর্জি করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যেক’টা ভ্যাকসিনের প্রয়োজন ছিল, তার তুলনয়া বেশি ভ্যাকসিনের অর্ডার দিয়েছে। তাই অনায়াসে তাদের ভাগ করে নেওয়ার ক্ষমতা রয়েছে। টুইট করে প্রিয়াঙ্কা লিখেছেন, “আমার মনে ভেঙে গেছে ভারতকে এইভাবে করোনার সঙ্গে লড়াই করতে দেখে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যতটা প্রয়োজন ছিল,তার চেয়েও ৫৫০ মিলিয়ন বেশি ভ্যাকসিন অর্ডার করেছে @POTUS @WHCOS @SecBlinken @JakeSullivan46  ধন্যবাদ বিশ্বজুড়ে অ্যাস্ট্রাজেনেকা ভাগ করে নেওয়ার জন্য। কিন্তু আমার দেশের পরিস্থিতি খুব জটিল। তোমরা কি আমার দেশের সঙ্গে ভ্যাকসিন ভাগ করে নিতে পারবে? #Vaxlive’।

যদিও প্রিয়াঙ্কা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের প্রাক্কালের প্রায় দু’সপ্তাহ দেরিতে টুইটটি করেছেন। গ্লোবাল আইকনের টুইটে অনেকেই লিখেছেন, “এই টুইটটা আরও ২ সপ্তাহ আগে জরুরি ছিল। অনেকে সমর্থন জানিয়ে অভিনেত্রীকে লিখেছেন, “ইউএস ইতিমধ্যে ভারতকে ভ্যাকসিন সরবরাহে উদ্যোগ নিয়েছে। ” ‘দেশি গার্ল’এর এই সাহসী পোস্টকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।

Loading