নিজস্ব প্রতিনিধি – ভারতের অরুণাচলে কমপক্ষে ৬০টি ভবন নির্মাণ করেছেন চীন। ভারতীয় সীমান্ত অতিক্রম করে প্রায় ছয় ছয় কিলোমিটার ভেতরে এই ভবনগুলো নির্মিত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট সংস্থা মাক্সার স্যাটেলাইট থেকে প্রাপ্ত নতুন ছবিতে এমনটি দেখা গেছে।
ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিয়ন্ত্রণ রেখার ( লাইন অব কন্ট্রোল ) উত্তর দিকে ভবনগুলো নির্মাণ করা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়, অরুণাচল প্রদেশে গ্রাম তৈরি করেছে চীন। যুক্তরাষ্ট্রের এই দাবি স্বীকার করে নেয় ভারত।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট চিত্র অনুসারে ২০১৯ সালে নতুন এই বসতির অস্তিত্ব ছিল না। তবে এখন তা দেখা যাচ্ছে। অরুণাচলের সীমান্ত নিয়ে বিতর্ক আছে। এখানের কিছু অঞ্চলকে ভারত ও চীন উভয়ই নিজেদের বলে দাবি করে।
২০১৯ সালে ভারতীয় পার্লামেন্টে অরুণাচলের বিজেপি সাংসদ টাপির গাও চীনের বিরুদ্ধে ভারতীয় এলাকা দখলের অভিযোগ তুলেছিলেন।