নিজস্ব প্রতিনিধি – এক সপ্তাহ ধরে টানা ভারী বর্ষণের ফলে বন্যায় বেশ কয়েকটি গ্রাম মহাসড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অন্ধ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, বন্যা থেকে দুই লাখ কিউসেক জল এসপিএস নেলোর জেলার সোমাসিলা জলাধার থেকে প্রবাহিত হওয়ায় বন্যার সৃষ্টি হয়েছে।

বন্যার কারণে নেলোর এবং বিজয়ওয়াড়ার মধ্যে এনএইচ-১৬ এর দুই পাশে যানবাহন আটকা পড়েছে। ফলে জরুরি সরবরাহ এবং উদ্ধার অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

ভারতের নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তারা বিচ্ছিন্ন গ্রাম ও শহরগুলোতে খাবার ও জল সরববাহ করছে এবং নিচু এলাকা থেকে আটকে পরা লোকদের উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

 189 total views,  2 views today