নিজস্ব প্রতিনিধি – পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারের জন্য দলের কর্মীদের দায়ী করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রোববার চণ্ডীপুরের একটি সাংগঠনিক সভায় তিনি বলেন, অনেকেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, রাজ্যে ২৯৪ আসনের মধ্যে ১৭০ থেকে ১৮০টি বিজেপি পেয়েই যাবে। খেজুরি, নন্দীগ্রাম, ভগবানপুর, নন্দকুমার জিতে যাব। চণ্ডীপুরটা হারলে হারুক। তাতে কিছু প্রভাব পড়বে না। এই আত্মতুষ্টির কারণে আমরা হেরেছি। নিজের দলের প্রার্থীদের নামেই খারাপ কথা বলেছেন অনেকে। আর এভাবেই অনেকে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করেছেন। দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে শুভেন্দু বলন, ভারতমাতার সন্তান হয়ে বিজেপি করতে হবে। পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ হওয়া থেকে বাঁচাতে হবে। আর তাই দলীয় পতাকাটাকে আঁকড়ে ধরতে হবে। এ গেল, সে গেল, টিভিতে এসব দেখে বিচলিত হওয়ার কিছু নেই। যে ভোট আমরা পেয়েছি, তার ৮০ শতাংশ আমাদের আদর্শগত ভোট। এই ভোট কোনোভাবে অন্য কারও নয়। কাজেই কে গেল, আমাদের তাতে কিছু আসে যায়নি। কোনো চিন্তা করার কারণ নেই। গত বছরের ডিসেম্বরে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ‘হেভিওয়েট’ নেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্দ্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।

Loading