নিজস্ব প্রতিনিধি – রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ল। টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করল ভারতীয় রেল। স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেনের টিকিটের দামও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। টিকিটের দাম ৩০ টাকা হওয়ার ফলে যাত্রীদের অনেক বেশি টাকা খরচ করতে হবে।

গত মাসেই রেল কর্তৃপক্ষ জানায়, স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেনের টিকিটের দাম বাড়ানো হবে। করোনা আবহে সাধারণ মানুষ যাতে বিশেষ প্রয়োজন ছাড়া ট্রেনে না চড়েন, তা নিশ্চিত করার লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী প্ল্যাটফর্ম টিকিট ও স্বল্প দূরত্বের ট্রেনে যাত্রার টিকিটের দাম বাড়ানো হল।

১ জানুয়ারি থেকে সব ট্রেনের ভাড়াই বাড়ানো হয়। সাধারণ নন এসি ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা করে বাড়ানো হয়। মেল ও এক্সপ্রেসের ক্ষেত্রে নন এসিতে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে এবং এসিতে প্রতি কিলোমিটারে ৪ পয়সা করে ভাড়া বাড়ানো হয়।

Loading