নিজস্ব প্রতিনিধি – বুধবার বাসমালিকদের সঙ্গে আলোচনার পর রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম কড়া বার্তা দিলেন, বাসের ভাড়া বাড়ছে হচ্ছে না। পাশাপাশি জানানো হল, বিকল্প জ্বালানি বা ব্যাটারিচালিত বাস চালানো নিয়ে আলোচনা চালাচ্ছে রাজ্য। নভেম্বর আবার সবপক্ষকে নিয়ে বৈঠক হবে সরকারের। পেট্রোপণ্যের দামের অস্বাভাবিক বৃদ্ধির জন্য বাসভাড়া বাড়ানোর জন্য বুধবার রাজ্য সরকারের সঙ্গে বসেছিল বিভিন্ন বাসমালিকদের সংগঠন। তাদের সেই বৈঠকে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, এখনই ভাড়া বাড়ালে মানুষের ওপর চাপ তৈরি হবে। রাজ্যের পক্ষ থেকে বলা হয় গোটা পরিস্থিতিতে খুঁজতে হবে বিকল্প রাস্তা। এরজন্য পুণে থেকে আনা হচ্ছে এক বিশেষজ্ঞকে। পুরনো ডিজেল বাসকে ব্যাটারিচালিত বাসে রূপান্তরে সাহায্য করবেন যিনি। সুরাহা হবে সরকারি ও বেসরকারি বাসের, সিএনজি কোম্পানির সঙ্গেও রাজ্য কথা চালাচ্ছে সরকার। বাসমালিকদের সংগঠনের পক্ষ জানানো হয়, সামান্য অনুদান নিয়ে গাড়ি চালাচ্ছি। এর ওপর ১০০ টাকার ডিজেলে বাস চালানো সম্ভব নয়। মন্ত্রীও গোটা বিষয়টি নিয়ে চিন্তিত, সরকারের সঙ্গে ফের ১৭ নভেম্বর বিষয়টি নিয়ে আলোচনা হবে।