নিজস্ব প্রতিনিধি- আগামী ৩০ নভেম্বর বাংলা ডিয়ারির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক বৈঠকের পর তা জানিয়ে দিয়েছেন প্রাণিসম্পদ দপ্তরের সচিব বিবেক কুমার। তিনি বলেছেন, প্রথমে রাজ্যজুড়ে বাংলা ডেয়ারির ৫১২টি আউটলেট চালু হয়ে যাবে। যা কলকাতা ছাড়া হাওড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হুগলি জুড়ে পাওয়া যাবে । পরে আরো আউটলেট বাড়বে। রাজ্যে উৎপাদিত দুগ্ধজাত পণ্য বিপণন করতে নিজস্ব ব্র্যান্ড তৈরি করার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ডেয়ারির নাম নিয়ে দুধ পনির, মাখন, দ ই,ঘোল বিক্রি করবে রাজ্যে নিজস্ব ব্র্যান্ড।

 

 209 total views,  2 views today