নিজস্ব প্রতিনিধি – মেডিকেলের ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর। বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে, ENT, চক্ষু ও বক্ষ এই ৩টি বিভাগে, পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে আসন সংখ্যা বাড়ল। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নির্দেশ অনুযায়ী, ইএনটি, চক্ষু ও বক্ষ বিভাগে মোট ৯টি আসন বাড়ানো হয়েছে। এর ফলে চিকিৎসা পরিষেবায় সুবিধা হবে বলে মনে করছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এর ফলে বাঁকুড়া মেডিক্যালে, সমস্ত বিভাগ মিলিয়ে পোস্ট গ্র্যাজুয়েট আসন সংখ্যা ৭৯ থেকে বেড়ে হল ৮৮। বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান বলেন, “ডাক্তারি কোর্সের পরিকাঠামো বাড়ায় বাঁকুড়া মেডিক্যাল কলেজে আসা রোগী ও তাঁদের আত্মীয়রা এ নিয়ে খুবই খুশি।’’