বসন্ত মনে প্রাণে

কলমে – পিয়ালী রায় কুণ্ডু

বি/এ, ৫/6, তালতলা, জোড়ামন্দির,

বাগুইআটি, স্বাগতম ভিলা, কলকাতা – ৫৯

এক বসন্তে এসেছো তুমি আমার মনের রুদ্ধ দ্বার খুলে,

নানা রঙের আবিরের গন্ধে ফাগুনের গান গেয়ে।

লাল নীল হলুদ রঙে রাঙিয়েছো আমায়,

ফাগুনের স্পর্শ জাগিয়েছো মনের আঙ্গিনায়।

দিন যায় ক্ষণ যায়  মুহূর্তগুলি আশাতিত প্রায়।

এ যেন জীবনকে নতুন করে পাওয়া,

রূপ রস গন্ধের নির্যাসে ভরিয়ে তোলা।

সময়ের তাগিদেই এ জীবন তরণী বয়ে চলে,

তথাপি কচিৎ ভাবনা আসে আনমনে।

মনে প্রশ্ন বিচরণ করে  ক্ষণে ক্ষণে,

বিগত বসন্তে কেন ফাগুন আসেনি সমারোহে।

ধীরে ধীরে তোমার ভালবাসায় মাদকের নেশায় মেতেছি অতল হৃদয় গহীনে,

প্রেম পলাশের রঙে রঙে প্রশ্রয়ী আলিঙ্গনে,

আত্মার সাথে আত্মার এক অটুট বন্ধনে।

জীবনের এই প্রথম বসন্ত  বুঝি সত্যিই রঙিন,

নতুন পলাশের স্পর্শের অধীন।

তাই সাদরে তারে করেছি গ্রহণ,

সযত্নে রাখবো ধরে   ফুল ফোঁটাবো

যতদিন থাকবে এ জীবন।

তোমার নিবিড় চোখের অদ্ভুত স্নিগ্ধতায়

আর ওষ্ঠ অধরের লালিমায় সিক্ত করেছো আমায়।

এ জীবনের সমস্ত ঋতুই বসন্ত তোমার ছোঁয়ায়,

ফোঁটায় পলাশ ভালবাসার পূর্ণতায়।

দুটি হৃদয়ের সান্নিধ্যে ভাবনাগুলি ভীষণ রঙিন,

নাইবা হোক শারীরিক মিল।

এ বসন্তে  আমি যে তোমাতে বিলীন।।

 8 total views,  8 views today