নিজস্ব প্রতিনিধি – ১৯৯২ সালের ২৫ জুন অর্থাৎ আজকের দিনেই জন্ম হয়েছিল এক তারকার। যদিও সিনেমা জগতে সেকেন্ড লিড দিয়েই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। তার আগে ছোট পর্দায় কাজ করলেও জনপ্রিয়তা আসে সেই ‘দিওয়ানা’ সিনেমা থেকে। এরপর দেখতে দেখতে পেরিয়ে গেছে ২৯টি বসন্ত। তিনি এখন বলিউডের কিং খান তথা রোম্যান্স কিং শাহরুখ খান। শুধু বলিউড বললে ভুল বলা হবে, সারা দেশের হার্ট থ্রব তিনি। দেশ ছাড়িয়ে জনপ্রিয়তা পাড়ি জমিয়েছে বিশ্বের দরবারে। ২৯ বছর আগের দিওয়ানা ছবির পর আর ঘুরে তাকাতে হয়নি বাদশাকে। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দর্শকদের। রিল জগত হোক বা রিয়েল জগত, প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের মন জয় করে আজ তিনি প্রতিষ্ঠিত। দেশের বাইরেও তাঁর কদর করা হয় প্রত্যেকটি জায়গায়। তবে, রাজধানী শহরে জন্ম নেওয়া এই তারকার প্রতিষ্ঠিত হওয়ার যাত্রাপথ খুব একটা সহজ ছিল না। স্টারকিড না হয়েও বলিউডে নিজের পরিচিতি গড়ে তুলেছেন তিনি। এরপর ধীরে ধীরে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছোন এভারগ্রিন শাহরুখ খান। সোমবার বলিউড যাত্রায় ৩০ বছরে পৌঁছে আবেগঘন হয়ে শাহরুখ খান টুইট করে লেখেন, ‘কাজ করছি। প্রায় ৩০ বছর ধরে যে পরিমাণ ভালবাসা পাচ্ছি, তার বহিঃপ্রকাশ দেখলাম। অনুভব করলাম জীবনের অর্ধেকের বেশি সময় আপনাদের বিনোদন দেওয়ার মধ্যেই কাটিয়েছি। কাল ব্যাক্তিগতভাবে সবার সঙ্গে কথা বলব। ভালোবাসার জন্য ধন্যবাদ।‘

Loading