নিজস্ব প্রতিনিধি – রাজধানী দিল্লিতে বায়ুদূষণ চরমে। বায়ুমান সূচকে (দ্য এয়ার কোয়ালিটি ইনডেক্স একিউআই) আজ শুক্রবার বছরের সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে দিল্লি। সেখানে বায়ুদূষণের মাত্রার সূচক ৪৫১। এ বছর দিল্লিতে এই দিনটিই সবচেয়ে বেশি দূষিত। গতকাল বৃহস্পতিবার দীপাবলি উৎসবে নিষেধাজ্ঞা না মেনেই দিল্লিতে আতশবাজি ফোটানো হয়। ধারণা করা হচ্ছে অন্যান্য কারণের পাশাপাশি বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ার পেছনে আতশবাজির ধোঁয়ার প্রভাব রয়েছে। প্রতিবছরই আতশবাজি পোড়ানোর ওপর হয় ভারত সরকার অথবা ভারতের সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা জারি করেন। তবে এই নিষেধাজ্ঞা খুব সামান্যই মেনে চলা হয়। আতশবাজি পোড়ানো ছাড়াও বছরের এই সময়ে এসে প্রতিবেশী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা জমির ফসলের অবশিষ্ট অংশ পুড়িয়ে থাকেন। সব মিলিয়ে দিল্লির বায়ুদূষণ জটিল আকার ধারণ করেছে।
দূষণ নিয়ে ভারতের সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের বিশ্লেষক সুনীল দাহিয়া বলেন, আতশবাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিল্লিতে তেমন কাজে আসেনি বলে দেখা যাচ্ছে। বায়ুদূষণের অন্য উৎসের পাশাপাশি আতশবাজি পোড়ানো বিপজ্জনক মাত্রায় দূষণ ডেকে এনেছে।
305 total views, 2 views today









