নিজস্ব প্রতিনিধি – বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপের প্রভাবে সপ্তাহের শেষে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তুরে হাওয়া প্রবেশ না করায় রাজ্যের বিভিন্ন জেলাগুলির তাপমাত্রাও বাড়ছে। তবে রাজ্যে এখনই রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহ থেকে হাওয়া বদল হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেড়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দাপট দেখাবে কুয়াশা। সপ্তাহান্তে দার্জিলিংয়ে হালকা বৃ্ষ্টিপাত হতে পারে।

এদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও উধাও শীত। আগামী দুই থেকে তিনদিন জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। উপকূল এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে আকাশ থাকবে মেঘলা। সপ্তাহের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Loading