নিজস্ব প্রতিনিধি – তাপমাত্রা কমলেও এখনই বঙ্গে পড়ছে না শীত। এদিকে, সপ্তাহান্তে রাজ্যে বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তবে আগামী ক’দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই খবর।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাতের দিকে তাপমাত্রা সামান্য কমবে। ভোরের দিকে বজায় থাকবে শীতের আমেজ। ভোরের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। অন্যদিকে, শনি থেকে সোমবারের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে। হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা।

Loading