নিজস্ব প্রতিনিধি – অবশেষে দীর্ঘ সাত মাস পর পুরুলিয়া লোকাল ট্রেন যাত্রা শুরু করল। পুরুলিয়া ও আদ্রা জংশন থেকে চালু হল এই ট্রেন চলাচল। ৩১ অক্টোবর সরকারি নির্দেশ অনুযায়ী বেশ কিছু ডিভিশনে লোকাল ট্রেন চালু হলেও বাদ ছিল পুরুলিয়ার আদ্রা ডিভিশন। রেল সূত্রে খবর, রাজ্য সরকারের অনুমতি না মেলায় জন্য পুরুলিয়া লোকাল চালু করা যায়নি। শেষ পর্যন্ত শুক্রবার থেকে পুরুলিয়া লোকাল ট্রেন চলার গ্রিন সিগন্যাল পেল। এই ট্রেনে বহু মানুষ যাতায়াত করেন। তাই ট্রেনটি ছাড়ার গ্রিন সিগন্যাল পাওয়ায় বহু মানুষ খুশি। এদিকে শুক্রবার পুরুলিয়া থেকে মেদিনীপুর, পুরুলিয়া-বাঁকুড়া, পুরুলিয়া-বর্ধমান জংশন, পুরুলিয়া-আসানসোল যাওয়ার লোকাল ট্রেন চালু হয়। এছাড়াও আদ্রা থেকে পুরুলিয়া জংশন এবং আদ্রা-বরাভূম লোকাল চলাচল শুরু করেছে। সেই সঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ নভেম্বর থেকে সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস চালু হবে।

Loading