নিজস্ব প্রতিনিধি – সর্বদলীয় বৈঠক ডাকলো রাজ্য নির্বাচন কমিশন।কলকাতা হাওড়া পুরসভা আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটের দিন ঘোষণার আগে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে কমিশনের বৈঠকের রীতি রয়েছে। সেই মতই সোমবার রাজ্যের স্বীকৃত দশটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস সহ অন্যান্যরা।
সর্ব দলীয় বৈঠক ডাকা হলেও পুরভোট নিয়ে হাইকোর্টে মামলা বিচারাধীন আছে। আগামী ২৪ নভেম্বর তার শুনানি হবে।