শান্তি রায়চৌধুরী: আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা থেকে পিএসজিতে এবং পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার পর তাদের বেতন নিয়ে সবার আগ্রহ দেখা দেয়। অবশেষে একই দিনে জানা গেল সময়ের সেরা এই দুই ফুটবলারের বেতন। শুরু থেকেই কিছু সংবাদমাধ্যম মেসির বেতন ৩৫ মিলিয়ন ইউরোর কথা বলেছিল। পরে শোনা যায়, বার্ষিক বেতন ৪০ মিলিয়ন ইউরো। তবে এসব কিছুই ছিল অনুমান। এবার ফরাসি সংবাদপত্র ‘এলইকুইপে’ দাবি করছে, তারা মেসির সত্যিকারের বেতনের অংকটা বের করতে পেরেছে। তারা জানিয়েছে, প্যারিসে আগামী দুই মৌসুম ৩০ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় ৩০০ কোটি টাকা) করে পাবেন আর্জেন্টাইন খুদেরাজ। তৃতীয় বছর থাকতে রাজি হলে বেতনটা ১০ মিলিয়ন ইউরো বাড়বে। অর্থাৎ ৪০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪০০ কোটি টাকা পাবেন মেসি। এছাড়াও আলাদা পাবেন ব্যক্তিগত ও টিম বোনাস । এদিকে পিএসজিতে মেসির বেতনের তথ্য ফাঁস হওয়ার পর একই দিনে জানা গেছে রোনালদোর বেতনের কথাও। তবে প্রথমে জানা গিয়েছিল ওল্ড ট্রাফোর্ডে প্রতি সপ্তাহে রোনালদোর আয় হবে প্রায় পাঁচ লাখ। তবে সে গুঞ্জনকে মিথ্যে প্রমাণ করে এবার স্থানীয় সংবাদ মাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, সেখানে তিনি আয় করবেন সপ্তাহে ৩ লাখ ৮৫ হাজার পাউন্ড।

ইউনাইটেডে যোগ দিতে রোনালদো বেতন কমিয়েছেন। জুভেন্তাসে তার আয় যেখানে ছিল বছরে তিন কোটি ইউরো, সেখানে এই আয়টা ইউনাইটেডে আসার পর নেমে আসবে প্রায় ২.৩ কোটি ইউরোয়।

Loading