নিজস্ব প্রতিনিধি – শুক্রবারের তুলনায় শনিবার আরও কিছুটা কমল সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ ঠান্ডার জন্য কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রাজ্যে শুষ্ক আবহাওয়া দেখা যাচ্ছে। উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করতে শুরু করেছে পশ্চিমবঙ্গে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এইবছর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পাহাড়ে নয়ের নীচে নেমে গেছে তাপমাত্রা। সপ্তাহান্তে দার্জিলিংয়ের তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদার আবহাওয়াও থাকবে বেশ আরামপ্রদ। এদিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় কুড়ির নীচে নেমেছে তাপমাত্রা। দক্ষিণের বেশিরভাগ জেলাতেই রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকায় শীতের আমেজ বাড়বে।
193 total views, 4 views today