নিরঞ্জন দোলই ঃ- হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত পানিয়াড়া খাঁপাড়া বেলতলা ময়দানে ‘প্রচেষ্টা গ্রুপের উদ্যোগে ১ম দিন মিলাদউন নবী উপলক্ষে উরুস অনুষ্ঠিত হল। কোরান-হাদিসের আলোকে বর্তমান সমাজের কুসংস্কারাচ্ছন্নের উপর যুক্তিপূর্ণ বক্তব্য পেশ করেন। বক্তব্য রাখেন এমডি নাজিমুদ্দিন আনসারি ও হাজি সাহানুর খান।
২য় দিনে হাট পাঁচলা মোমিনশাহ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ও প্রচেষ্টা গ্রুপের পরিচালনায় বিনা ব্যয়ে প্রথম স্বাস্থ্য শিবিরের উদ্যোগ নেওয়া হল। চক্ষু পরীক্ষা করান ১৩৯ জন, ব্লাড প্রেসার ৩০ জন, সুগার ৬৫ জন, জেনারেল চিকিৎসা করান ১২২ জন এবং ৪৩ জনকে স্বল্প মূল্যে চশমা দেওয়া হয়।
প্রচেষ্টা গ্রুপের পক্ষ থেকে জানা গেল বিগত কয়েক বছর যাবৎ বিভিন্ন ধরণের সামাজিক কাজ করে আসছে সংস্থার কর্মকর্তারা। এ বছরও নতুন উদ্যোগে সংযোজন হল .বিনা ব্যয়ে এলাকার মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া। বিশেষ করে বর্তমানে কোভিডের আবহে মানুষ দিশাহারা। মানুষ হারিয়েছেন কর্মসংস্থান। মুখের হাসিও মলিন হয়ে গেছে। ওই রকমই এক সন্ধিক্ষণে প্রচেষ্টা গ্রুপের কর্মকর্তারা এগিয়ে এলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মানুষের পাশে দাঁড়াতে। প্রথম দিনেই ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মানুষের ঢল নামে। এলাকার মানুষ বিনা ব্যয়ে স্বাস্থ্য পরিষেবা পেয়ে যারপরনাই খুশি। আগামী দিনে সংস্থার কর্মকর্তারা বিভিন্ন সামাজিক পরিষেবার ডালি নিয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হলেন।
প্রচেষ্টা গ্রুপ ও এলাকার মানুষের কাছ থেকে জানা গেল, সুফি আব্দুল মোমিন শাহ (রহঃ)-এর জীবন আদর্শ সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক সমাজে আমরা বিপথগামী, তাই সুফি সাধকের আদর্শে এগিয়ে যেতে চাই।
ওই মহতি স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন হাটপাঁচলা মোমিন শাহ সেবা ফাউন্ডেশনের সম্পাদক সেখ মোক্তার, প্রচেষ্টা গ্রুপের সভাপতি জাকির হোসেন খান, সম্পাদক সাজিদ খান, আইনজীবি নূর ইমাম খান, সরফরাজ আলি খান, আবরার খান, উড়েল জামান খান, সেখ সাজ্জাদ, নুর আলম খান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।