নিজস্ব প্রতিনিধি – দীর্ঘ পাঁচ মাস পরে রোববার (৩১ অক্টোবর) চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। তবে আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন। সামাজিক দূরত্ব মেনে ট্রেনে চলাচলের নির্দেশনা থাকলেও তা মানা নিয়ে সংশয় দেখা গেছে। যাত্রীদের দাবি, ৫০ শতাংশ যাত্রীর ট্রেনে ওঠার কথা থাকলেও বহু ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে না। আগের মতো ট্রেনে উপচেপড়া ভিড়। সঠিকভাবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। বেশিরভাগের মুখে মাস্ক নেই। কর্মকর্তাদের তৎপরতাও কম। রবিবার  অফিস বন্ধ থাকায় যাত্রী সংখ্যা প্রথম দিনে কম। সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসে ট্রেনে যাত্রীসংখ্যা আরও বাড়ছে। সেক্ষেত্রে কর্মব্যস্ত দিনে রাজ্য সরকারের নির্দেশনা মানা নিয়ে উদ্বিগ্ন সবাই। ভিড়ের ছবি কিছুটা হলেও আতঙ্ক বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। সেক্ষেত্রে সংক্রমণ এড়াতে খুব প্রয়োজন ছাড়া লোকাল ট্রেনে যাতায়াত না করার পরামর্শ বিশেষজ্ঞরা।

Loading