নিজস্ব প্রতিনিধি-কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, ‘দিদিভাই’ ক্ষমতায় আসার আগে পশ্চিমবঙ্গে ২শ থেকে আড়াইশ আরএসএসের শাখা ছিল। এখন তা ৪ থেকে ৫ হাজারে দাঁড়িয়েছে। অধীর লোকসভায় বলেন, পশ্চিমবাংলায় বিরোধীদলগুলোকে ভাঙিয়ে তৃণমূল শক্তিশালী হল। বিরোধীদলগুলোকে খতম করে দিল। রাস্তা খুলে দিল বিজেপি’র জন্যে। বাংলায় আজকে বিজেপি’র রমরমা তৈরি করার পিছনে সবথেকে বড় অবদান হল মমতার। তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় অবশ্য অধীর বাবুর অভিযোগ খারিজ করে দিয়ে বলেছেন, দেশে ক্ষমতায় আছে বিজেপি। বিভিন্ন রাজ্যে সংগঠন বাড়াতেই পারে আরএসএস। এ নিয়ে রাজ্য সরকারের কিছু করণীয় নেই। সম্প্রতি গোয়া সফরের সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্যে কংগ্রেস বিজেপি’র বিরুদ্ধে নয়, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে। সেজন্য কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট কীভাবে সম্ভব? মমতা বলেন, কংগ্রেসের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি শক্তিশালী হয়েছে।

 

 

 

Loading