নিজস্ব প্রতিনিধি – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘প্রধানমন্ত্রী (মোদি) আমন্ত্রণ গ্রহণ করেছেন। আগামী বছর এপ্রিল মাসে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন উনি।’

মোদির সঙ্গে বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের দাবি-দাওয়া নিয়েই কথা হয়েছে। মমতা বলেন, ‘আম্ফানসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিপূরণ নিয়ে কথা হয়েছে। প্রায় ৯৬ হাজার কোটি টাকা  কেন্দ্রের কাছে পায় রাজ্য।’

তিনি বলেন, ‘বিএসএফ-এর কাজ সীমান্ত সামলানো। কিন্তু এদিকে গুলি চালাচ্ছে। বিএসএফ-এর এখতিয়ার বৃদ্ধি নিয়ে কথা হয়েছে।’

বৈঠক প্রসঙ্গে মমতা বলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলার সঙ্গে সঙ্ঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করা উচিত নয়। রাজ্যের সাহায্য চাইলে রাজ্য সাহায্য করতে প্রস্তুত। এ ছাড়াও করোনা টিকাকরণে জন্য আরও টিকা লাগবে। তা জানিয়েছি। ১২-১৮ বছর বয়সিদের টিকাকরণ নিয়ে কথা হয়েছে। বাংলার পাটশিল্প নিয়ে আলোচনা হয়েছে।

 161 total views,  2 views today