নিজস্ব প্রতিনিধি – শরৎ পেরিয়ে হেমন্তের শেষেও নিম্নচাপের প্রভাবে বৃষ্টির ভ্রুকূটি রাজ্যে। এর ফলে রাজ্যে ঢুকতে পারছে না শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে এই সপ্তাহের শুরুতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি সোমবার দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে এগোচ্ছে। যার ফলে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং পূবালি হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গে বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শীত নিয়েও সুখবর দিয়েছে হাওয়া অফিস। এই সপ্তাহ শেষেই পারদ পতনের সম্ভাবনা রয়েছে