নিজস্ব প্রতিনিধি – **শনিবার রাত ১২টা নাগাদ টালিগঞ্জের অশোকনগর বাজারের এক নির্মীয়মাণ চারতলা বাড়ির দোতলায় আগুন লাগে। দোতলায় মজুত ছিল কাঠ, বাঁশ, প্লাইউডের মতো একাধিক দাহ্য পদার্থ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। এরপর দমকলের ৩টি ইঞ্জিনের প্রায় মিনিট পঁয়তাল্লিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
**পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি নেতাকে পিটিয়ে খুন করা হয়। মৃতের নাম ভাস্কর বেরা। অভিযোগ এই খুনের সঙ্গে জড়িত তৃণমূল।
নিহত ভাস্কর বেরা বিজেপির বুথ সাধারণ সম্পাদক। কালীপুজো উপলক্ষে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। যদিও এবিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
**রবিবার ও অপরিবর্তিত রইল পেট্রোল ও ডিজেলের দাম। উৎপাদন শুল্ক হ্রাসের পর থেকে পর পর ১০ দিন অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম।
**আজ শিশু দিবস
প্রত্যেক বছর, ১৪ নভেম্বর, গোটা দেশ জুড়ে পালিত হয় শিশু দিবস। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর মৃত্যুর পর তার জন্মদিনটিকে বেছে নেয়া হয় শিশু দিবস উদযাপনের জন্য।
**আজ প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ১৩২তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে দিল্লিতে। এদিন দিল্লির শান্তিবনে শ্রদ্ধাজ্ঞাপন করলেন সনিয়া গাঁধী । পাশাপাশি জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা।”