নিজস্ব প্রতিনিধি – দেশে নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১১,২৭১ জন। মৃত্যু হয়েছে ২৮৫ জনের। একদিনে সুস্থ হয়েছেন ১১,৩৭৬ জন।

করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৩৯০। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৪৪,৩৭,৩০৭। মৃত্যু হয়েছে ৪,৬৩,৫৩০ জনের। সুস্থ হয়েছেন ৩,৩৮,৩৭,৮৫৯ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১,৩৫,৯১৮।

নিজস্ব প্রতিনিধি -টোকিও অলিম্পিকে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া সহ ১২ ক্রীড়াবিদকে মেজর ধ্যানচাঁদ খেলরত্নে সম্মানে ভূষিত করা হল। শনিবার রাষ্ট্রপতি ভবনে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নীরজের পাশাপাশি ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ, ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী, প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার প্রমোদ ভগৎ, হকি তারকা মনপ্রীত সিং খেলরত্ন পেয়েছেন। দেশের একমাত্র ক্রীড়াবিদ হিসেবে টোকিও অলিম্পিকে সোনা জিতেছেন নীরজ। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে খেলরত্ন সম্মানে ভূষিত করা হল।

এছাড়া টোকিও অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর রবিকুমার দাহিয়া, অসমের মহিলা বক্সার লাভলিনা বরগোহাঁই, হকি তারকা পিআর শ্রীজেশও এবার খেলরত্ন পেয়েছেন।

এর পাশাপাশি এদিন এবছরের অর্জুন সম্মানও দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান এই সম্মান পেয়েছেন।

Loading