নিজস্ব প্রতিনিধি – দেশে কিছুটা কমেছে দৈনিক করোনা সংক্রমণ। কমেছে মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১২,৫১৪ জন। মৃত্যু হয়েছে ২৫১ জনের। একদিনে সুস্থ হয়েছেন ১২,৭১৮ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৪৫৫। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৪২,৮৫,৮১৪। মৃত্যু হয়েছে ৪,৫৮,৪৩৭ জনের। সুস্থ হয়েছেন ৩,৩৬,৬৮,৫৬০ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১,৫৮,৮১৭। করোনা আক্রান্তের সংখ্যায় সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬,১১,০৭৮। মৃত্যু হয়েছে ১,৪০,২১৬ জনের। সুস্থ হয়েছেন ৬৪,৫০,৫৮৫ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ২০,২৭৭। মহারাষ্ট্রের পর রয়েছে কেরল। সেখানে করোনায় আক্রান্ত হয়েছে ৪৯,৬৮,৬৫৭। মৃত্যু হয়েছে ৩১,৬৮১ জনের। সুস্থ হয়েছেন ৪৮,৫৭,১৮১ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৭৯,৭৯৫। তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা  ২৯,৮৮,৩৩৩। মৃত্যু হয়েছে ৩৮,০৮২ জনের। সুস্থ হয়েছেন ২৯,৪১,৫৭৮ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৮,৬৭৩। চতুর্থ স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,০২,৬২৩। মৃত্যু হয়েছে ৩৬,১১৬ জনের। সুস্থ হয়েছেন ২৬,৫৫,০১৫ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১১,৪৯২। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে সপ্তম স্থানে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৯২,৯০৮। মৃত্যু হয়েছে ১৯,১৪১ জনের। সুস্থ হয়েছেন ১৫,৬৫,৪৭১জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৮,২৯৬।

Loading