নিজস্ব প্রতিনিধি – আজ ভারতে দেওয়ালি উৎসব। তার আগেই দিল্লির বায়ুদূষণের অবস্থা খুব খারাপ পর্যায়ে চলে গেল। বাজি ফাটা শুরু হয়ে গেছে মঙ্গলবার থেকেই। খড় পোড়ানো চলছে। আর দিল্লি ও তার আশপাশের গাজিয়াবাদ, নয়ডার মতো জায়গায় বায়ুদূষণের পরিমাপ বলছে, ‘ভেরি পুওর’ বা খুবই খারাপ। বিশেষজ্ঞরা বলছেন, দেওয়ালির দিন পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সরকার যাই বলুক না কেন খড় পোড়ানো চলছে। শীত আসছে। হাওয়ায় তেজ না থাকলে দূষণ যাবে না। তার উপর যদি বাজি পোড়ানো শুরু হয়, তা হলে আবার অস্বাস্থ্যকর বায়ুদূষণের কবলে পড়তে বাধ্য দিল্লি। এখনই দিল্লির অধিকাংশ জায়গায় অবস্থা অস্বাস্থ্যকর। বায়ুদূষণ বাড়লে তা দিল্লিবাসীর যন্ত্রণার কারণ হতে বাধ্য। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের এয়ার ল্যাবরেটরির সাবেক প্রধান দীপঙ্কর সাহা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দেওয়ালির সময় দিল্লির দূষণের পরিমাপ দাঁড়াতে পারে ৩৫০, যা খুবই ক্ষতিকর। প্রতিবছর সরকার নানা ধরনের প্রতিশ্রুতি দেয় দূষণ কম করার। তা সত্ত্বেও ছবিটা বিশেষ বদলায় না। কেন? প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘দেওয়ালির দিন দুই ঘণ্টার জন্য বাজি ফাটাতে দেয়া হবে। আসলে সরকার ভোট ব্যাঙ্ক অটুট রাখতে চায়। হিন্দুদের চটালে তো তারা ভোট পাবে না।’ শরদের মতে, ‘গোটা পৃথিবী জুড়েই রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত পরিবেশ সম্পর্কে অসচেতন। না হলে, সমুদ্রের জলস্তর বাড়ছে, প্রকৃতি তার প্রতিশোধ নিতে শুরু করেছে, কিন্তু কেউ জরুরি ব্যবস্থা নিচ্ছেন না।’

Loading