নিজস্ব প্রতিনিধি – রাজধানী নয়া দিল্লিতে বায়ু দূষণের জেরে আগামী সোমবার (১৫ নভেম্বর) থেকে এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ ঘোষণা দেয়া হয়েছে। শনিবার বায়ু দূষণ সংকট নিয়ে একটি বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।বৈঠকের পরই স্কুল বন্ধ রাখার এ ঘোষণা দেন তিনি।
তবে সরকারি অফিসগুলোর কার্যক্রম যথারীতি চলবে বলে জানিয়েছেন কেজরিওয়াল। কোভিড-১৯ এর কারণে এক বছরের বেশি সময় ধরে দিল্লিতে স্কুল বন্ধ থাকার পর সম্প্রতি আবারও পাঠদান শুরু হয়।
বিদ্যালয়ের ক্যাম্পাসে উপস্থিতি দেখা যায় শিশু শিক্ষার্থীদের। এবার কোভিডের কারণে না হলেও বায়ু দূষণের কারণে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত এলো।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, পড়ুয়াদের যাতে দূষিত বায়ুতে শ্বাস-প্রশ্বাস না নিতে হয়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।