নিজস্ব প্রতিনিধি – দিল্লিতে ফের বেড়েছে বায়ু দূষণ। আর এজন্য পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সব স্কুল কলেজ। মঙ্গলবার রাতে, দ্যা কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার সরকারী, বেসরকারী স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
করোনাকালে যেভাবে ক্লাস নেওয়া হতো সেই পরিস্থিতিতে ফিরে যাচ্ছে দিল্লির স্কুল- কলেজ।
বুধবার থেকে অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া হবে। আর এনসিআর-এর অন্তর্ভুক্ত রাজ্যগুলোকে (দিল্লি, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ) তাদের সরকারি কর্মীদের ৫০ শতাংশকে বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং বেসরকারী প্রতিষ্ঠানকেও একই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।