নিজস্ব প্রতিনিধি –  প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূল কংগ্রেসের। প্রার্থী তালিকা প্রকাশে তৃণমূল নেত্রী। শুক্রবার ২৯১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হল। বাকি ৩ আসন ছাড়া হবে। পাহাড়ের ৩টি আসনে লড়বে না তৃণমূল কংগ্রেস। গোর্খা জনমুক্তি মোর্চাকে আসন ছাড়া হবে। থাকবে টলিপাড়ার একাধিক নাম। নন্দীগ্রাম থেকে ভোটে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০জন মহিলা প্রার্থী থাকবেন। তপসিলি জাতি ৭৯ -উপজাতি প্রার্থীর সংখ্যা ১৭। যাঁরা টিকিট াআআপাচ্ছেন না তাঁদের বিধান পরিষদে জায়গা। ৮০-এর উর্ধ্বে কেউ এবার ভোটপ্রার্থী হচ্ছে না।

ভবানীপুরে তৃণমূল প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়, রাসবিহারী দেবাশিস কুমার। নন্দীগ্রাম থেকে ভোটে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুর রাজ চক্রবর্তী, বেলগাছিয়া অতীন ঘোষ, সোনারপুর দক্ষিণ লাভলি মৈত্র, বিধান পরিষদে অমিত মিত্র, পূর্ণেন্দু বসু। উত্তরপাড়া কেন্দ্রে কাঞ্চন মল্লিক, বাঁকুড়া সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শিবপুরে মনোজ তিওয়ারি, ঝাড়গ্রাম বীরবাহা হাঁসদা, মন্তেশ্বর সিদ্দিকুল্লা চৌধুরী, রাজারহাট-গোপালপুর অদিতি মুন্সি, জোড়াসাঁকো বিবেক গুপ্ত, দমদম উত্তরে প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য, চণ্ডীপুর সোহম, কামারহাটি মদন মিত্র, আসানসোল দক্ষিণ সায়নী ঘোষ, উলুবেড়িয়া পূর্ব বিদেশ বসু, সিঙ্গুরে প্রার্থী বেচারাম মান্না, মেদিনীপুর শহর জুন মালিয়া।

শিলিগুড়ি ওমপ্রকাশ মিশ্র, শীতলকুচি পার্থপ্রতিম রায়, মেখলিগঞ্জ পরেশচন্দ্র অধিকারী, আলিপুরদুয়ার সৌরভ চক্রবর্তী, ধূপগুড়ি মিতালী রায়, রাজগঞ্জ খগেশ্বর রায়, চোপড়া হামিদুল রহমান, রায়গঞ্জ কানাইয়ালাল আগরওয়াল, ময়নাগুড়ি মনোজ রায়, করণদিঘি গৌতম পাল।

Loading