নিজস্ব প্রতিনিধি – বুধবার ভোর ৪ টে নাগাদ আগুন লাগে উল্টোডাঙ্গার আরিফ রোডে। একটি ডালের গুদাম থেকে অন্য দলের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ার কারণে আগুন নেভানোর কাজ দমকল কর্মীদের যথেষ্ট সময় লাগে।
এখনও পর্যন্ত কিভাবে আগুন লাগল সেই কারণ স্পষ্ট নয়। তবে এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আরও একটি গুদাম আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। দমকলের ১২ টি ইঞ্জিন ও স্থানীয় পুলিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।